পাটনা, ২৪ জুন (হি.স.): পাটনায় বিরোধীদের শুক্রবারের বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব। শনিবার তেজস্বী বলেছেন, “বিরোধীদের বৈঠকে উপস্থিত ছিলেন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত নেতারা। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছি।”
শুক্রবার পাটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারি বাসভবনে বৈঠকে বসে ১৫টির বেশি বিরোধী রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে ঐক্যমত্যে এসেছেন সমস্ত নেতারা। পরবর্তী বৈঠক হবে শিমলায়। শুক্রবারের বৈঠক প্রসঙ্গে তেজস্বী যাদব বলেছেন, “জনগণের দাবি অনুযায়ী আমরা ঐক্যবদ্ধ হয়েছি…এটি জনগণের নির্বাচন…কেউ বিচলিত নয় এবং বৈঠক ফলপ্রসূ হয়েছে।”

