BRAKING NEWS

কৈলাসহরের সোনামুখীতে ডাম্পি স্টেশনের উদ্বোধন করলেন মন্ত্রী টিংকু রায়

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷   ঊনকোটি জেলার কৈলা শহরের সোনামুখীতে আধুনিক ও উন্নতমানের ডাম্পিং স্টেশন উদ্বোধন করলেন মন্ত্রী টিংকু রায়৷  কৈলাশহরের পৌর পরিষদের উদ্যোগে শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে সোনামুখীতে আধুনিক ও উন্নতমানের ডাম্পিং স্টেশনের দ্বার উদঘাটন করেন মন্ত্রী  টিংকু রায়৷ যার ব্যায়  দেড় কোটি টাকা৷ এক বছরের মধ্যে এই ডাম্পিং স্টেশনের কাজ সম্পূর্ণ করায় মন্ত্রী দপ্তরের আধিকারিকদের ও  দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে ধন্যবাদ জানিয়েছেন৷  এখানে সার তৈরি করা হবে, প্লাস্টিক রিসাইকেলের ব্যবস্থা করা হবে এবং অন্যান্য বর্জ্য পদার্থকেও রিসাইকেলের ব্যবস্থা করা হবে৷তার জন্য এখানে যারা কাজ করবে তাদের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে মন্ত্রী সহানুভূতিশীল বলে জানিয়েছেন৷এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী  টিংকু রায়, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস  ,কৈলাশহর  পৌর পরিষদের চেয়ারপারসন শ্রীমতি চপলা রানী দেবরায় ,  কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে ,   মহকুমা শাসক প্রদীপ সরকার , গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান  নারায়ন সিনহা  প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *