BRAKING NEWS

তেলিয়ামুড়াতেও পালিত হল বিশ্ব যোগা দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷  রাজ্যের অন্যান্য স্থানের মত ৯ম আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় তেলিয়ামুড়া এবং কৃষ্ণপুরে৷ গোটা দেশের সাথে তাল মিলিয়ে  রাজ্যেও পালিত হল ৯ম বিশ্ব যোগা দিবস৷এর থেকে   বাদ যায় নি তেলিয়ামুড়া মহকুমাও৷ তেলিয়ামুড়া মহকুমা ক্রীড়া ও যুব দপ্তরের উদ্যোগে ও তেলিয়ামুড়া পুর পরিষদ এবং মহকুমা শাসকের  সহযোগিতায় পালিত হয় এই যোগা দিবস৷   সোমবার তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমে অনুষ্ঠিত হয় যোগা  অনুষ্ঠানটি৷ এর আগে তেলিয়ামুড়া শহরে এক যা লী সংঘটিত করা হয় আয়োজকদের তরফ থেকে৷ এই যা লীতে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, তেলিয়ামুড়া ক্রীড়া ও যুব দপ্তরের আধিকারিক গন, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা, পুলিশ এবং বিভিন্ন লাইন দপ্তরের কর্মিরা৷  যা লী শেষে তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমে অনুষ্ঠিত হয় যোগা চর্চা ও আলোচনা৷ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক কল্যানী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী,  তেলিয়ামুড়া  ক্রীড়া ও যুব দপ্তরের আধিকারিক ধরনী দাস সহ অন্যান্যরা৷      এদিকে  , কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালন করা হয়৷ এই যোগা দিবস উপলক্ষে মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা, এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সহ-সভাপতি পাতাল কন্যা জমাতিয়া, মন্ডল সভাপতি তপন নম দাস, এবং খোয়াই জেলার সাধারণ সম্পাদক বিজন  কর সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা৷ আমন্ত্রিত অতিথিরা আন্তর্জাতিক যোগা দিবসের তাৎপর্য তুলে ধরেন৷ যোগা দিবসকে কেন্দ্র করে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, যোগ ব্যায়াম এর মাধ্যমে শারীরিক বিভিন্ন উপকার রয়েছে৷ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য যোগব্যায়ামের অনেক উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা একান্ত আবশ্যক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *