নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ সারা রাজ্যের সাথে কৈলাশহরেও পালিত হলো নবম বিশ্ব যোগা দিবস৷ জেলা ক্রিড়া দপ্তরের উদ্যোগে পালিত হয় দিবসটি৷ কলাক্ষেত্রের সামনে থেকে রেলি শুরু হয়ে শহরের রাজপথ পরিক্রমা করে আবার কলাক্ষেত্রের সামনে এসে শেষ হয়৷ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন কৈলাশহর মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারপার্সন শ্রীমতি চপলা রানী দেবরায়, কৈলাশহর মিউনিসিপাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নিতীশ দে, ঊনকোটি জিলা পরিষদের সহ-সভাধিপতি শ্যামল দাস, মহকুমা শাসক প্রদীপ সরকার, এসডিপিও কমলেশ দে প্রমুখ৷এরপর জেলার প্রখ্যাত যোগাকারীদের সংবর্ধনা দেওয়া হয়৷ এরপর যোগা আসন শুরু হয়৷