নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ আগরতলা পুর নিগম এলাকার তপশিলি জাতি অধ্যুষিত এলাকাগুলিতে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পূর্ণ নিগমের এক প্রতিনিধি দল বুধবার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন৷ আগরতলা পুরো নিগম এলাকার তপশিলি অধ্যুষিত এলাকাগুলিতে তপশিলি অংশের জনগণের কল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ এসব বিষয় খতিয়ে দেখতে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল বুধবার সাতটি ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন৷ পরিদর্শন কালে তপশিলি জাতি গোষ্ঠীর বিভিন্ন সমস্যা সম্পর্কে তারা অবগত হন এবং এসব সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা নির্ধারণ করা হয়৷ রাজ্য সরকার তপশিলি জাতি অংশের জনগণের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে৷ আগরতলা পুরো নিগম এলাকায় তপশিলি জাতির অংশের জনগণের কল্যাণে এসব প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যেই পুরো নিগম এই উদ্যোগ গ্রহণ করেছে৷