ওয়াশিংটন, ২১ জুন (হি. স.) : বুধবার জাতিসঙ্ঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাসন করলেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। প্রধানমন্ত্রী বলেন, যোগব্যায়াম করা সমস্ত দেশের মানুষের জন্য আনন্দদায়ক।
তিনি আরও বলেন, যোগাভ্যাস ভারতের প্রাচীন ঐতিহ্য। কিন্তু যোগের কোনও কপিরাইট, রয়্যালিটি কিংবা পেটেন্ট নেই। বিশ্বের যে কোনও দেশের মানুষই যোগাভ্যাস করতে পারেন। বুধবার জাতিসঙ্ঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি।
যোগাভ্যাস যে ভারতের প্রাচীন ঐতিহ্য তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতে প্রাচীন যুগ থেকেই যোগাভ্যাস হয়ে আসছে। তবে যোগ ভারতের ঐতিহ্য হলেও এর কোনও কপিরাইট, রয়্যালিটি কিংবা পেটেন্ট নেই। ফলে বিশ্বের যে কেউ যোগ করতে পারেন। যোগ করার কোনও বয়সও নেই। মন চাইলে যেখানে খুশি যোগ করা যায়। বেঁচে থাকার অন্যতম অবলম্বন হলো যোগাভ্যাস। আমরা সবাই এক বিশ্ব, এক পরিবার ও এক ভবিষ্যতের অনুসারী।’ এদিন মোদির সঙ্গে যোগাভ্যাসে অংশ নেন বিখ্যাত হলিউড অভিনেতা রিচার্ড গ্যেরে, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস, জাতিসঙ্ঘের উপ মহাসচিব আমিনা জে মহম্মদ।
জাতিসঙ্ঘের সদর দফতরে এদিন স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য অনুষ্ঠানের আয়োজন করায় জাতিসঙ্ঘকে ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বের প্রত্যেকটি দেশ থেকে প্রতিনিধিরা যোগ দেওয়ায় আমি অভিভূত। যোগ মানেই হচ্ছে একতা। আর সেই একতার টানেই আপনারা এখানে জড়ো হয়েছেন।’