সমগ্র বিশ্বে যোগের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে : মনসুখ মান্ডভিয়া

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): সমগ্র বিশ্বে যোগের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে দিল্লির এইমস চত্বরে যোগাভ্যাস করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। যোগব্যায়ামের অনুশীলনে যোগ দেন মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। এক সংক্ষিপ্ত ভাষণে তিনি যোগ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, সমগ্র বিশ্বে যোগের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। বিশ্বের সর্বত্র যোগ অনুশীলন করা হয়।” পরে তিনি এইমস দিল্লির নিউ মিলেটস ক্যান্টিনে সকালের খাবারও খান। টুইট করে মনসুখ লেখেন, “যোগব্যায়াম সমগ্র বিশ্বে ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তা ছড়িয়ে দিচ্ছে। আসুন আমরা সবাই মিলে আমাদের জীবনে যোগব্যায়াম গ্রহণ করি এবং একটি সুস্থ শরীর গড়ে তুলি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *