কলকাতা, ২১ জুন (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে ২৩ জুন পাটনায় হতে চলেছে বিরোধ দলগুলির বৈঠক। পটনায় বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে যোগদানের কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বুধবার জানা গেল, ওই বৈঠকে তাঁর সঙ্গী হবেন দলের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উদ্যোগে এই বৈঠক হতে যাচ্ছে আগামী শুক্রবার। আসন্ন পাটনা বৈঠকে মমতার সঙ্গে অভিষেকেরও যোগদানের সিদ্ধান্তকে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্বের একাংশ। আবার রাজনৈতিক মনে করছে, ২০২৪-এর লোকসভা ভোটের আগে জাতীয় স্তরে বিজেপি বিরোধী সমীকরণে তৃণমূলের ‘মুখ’ হিসাবে অভিষেককে তুলে ধরতে চাইছেন মমতা।