নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ পুলিশ ও জনতার খণ্ড যুদ্ধে উত্তপ্ত নতুনবাজার ! ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগনের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ যতনবাড়ি বন কর্মীদের হাতে আটককৃত গাড়ি ছাড়াতে গিয়ে পুলিশের উপর আক্রমণ করেছিল ক্ষুব্ধ লোকজন৷ আক্রমণকারীর বিরুদ্ধে মামলা হয় নতুনবাজার থানায়৷ সেই অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেফতার করতে গেলে পুলিশের সাথে ফের জনতার ধস্তাধস্তি হয়৷ পুলিশ খালি হাতেই ফিরে আসে৷ পরে ক্ষুব্ধ জনতা নাকি নতুনবাজার থানায় চড়াও হয়৷ পুলিশ এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আগে ওইসব লোকজন নতুনবাজার সড়ক অবরোধ করে বসে৷ তাদের অভিযোগ, পুলিশ নাকি রাতে বাড়িতে ঢুকে মহিলার শ্লীলতাহানি করেছে৷ পুরো ঘটনা নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন পুলিশ কর্তারা৷