BRAKING NEWS

পরিবহণ দপ্তরের উদ্যোগে গাড়ির পারমিট বিতরণ খোয়াইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷  খোয়াই জেলা পরিবহন দপ্তরের পক্ষ থেকে বুধবার ১৮ জন বেনিফিসারির হাতে বিভিন্ন গাড়ির পারমিট তুলে দেওয়া হয়.৷ বেকার যুবকদের সাবলম্বন করে তোলার জন্য সরকার বদ্ধপরিকর৷ এই লক্ষে সরকার বিভিন্ন প্রকল্প চালু রেখেছে৷ এধরণের    সাবলম্বন প্রকল্পে বেকার যুবকদের জন্য খোয়াই জেলা পরিবহন  দপ্তরের পক্ষ থেকে বুধবার  ১৮ জন বেনিফিসারির হাতে বিভিন্ন গাড়ির পারমিট  দেওয়া হয়.৷ তেলিয়ামুড়ায় জেলা পরিবহন দপ্তরের অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ রাজ্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার বেকার যুবকদের হাতে পারমিট তুলে দেন.৷এদিনের এই অনুষ্ঠানে পারমিট হাতে পেয়ে এক উদ্যমী যুবক রাজ্য সরকারের পাশাপাশি তেলিয়ামুড়া বিধানভার  বিধায়িকা কল্যানী সাহা রায়কে ধন্যবাদ জ্ঞাপন করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *