উদ্ধবকে বিঁধলেন অনুরাগ, কেন্দ্রীয় মন্ত্রী বললেন মহারাষ্ট্রের জনগণই তাঁকে উৎখাত করেছে

মুম্বই, ২০ জুন (হি.স.): মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। মঙ্গলবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “উদ্ধব ঠাকরেকে তাঁর সমর্থকরা এবং মহারাষ্ট্রের জনগণ ক্ষমতা থেকে উৎখাত করেছে।”

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “গোটা বিশ্ব ভালো করেই জানে, ভারত ১৬০টি দেশে বিনামূল্যে টিকা এবং ওষুধ সরবরাহ করেছে এবং দেশের মানুষকে বিনামূল্যে দিয়েছে। কোভিডের ভয়ে তিনি (উদ্ধব ঠাকরে) ঘর থেকে বের না হয়ে রাজ্যবাসীকে ভুলে গিয়েছিলেন।”

মহারাষ্ট্রের পালঘরে সাধুদের ওপর হামলার ঘটনাতেও উদ্ধবকে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, “তাঁর সরকারের আমলে পালঘরে ‘সাধুদের’ আক্রমণ ও হত্যা করা হয়েছিল, তাই তাঁর লজ্জা পাওয়া উচিত।”