নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ রবিবার সকাল থেকে প্রচন্ড বৃষ্টির ফলে রাজধানী আগরতলা শহর এলাকার রাস্তাঘাট জলের তলায় ডুবে বানভাসি অবস্থায় পরিণত হয়েছে৷
রবিবার সকাল থেকেই রাজধানীর আগরতলা শহর শহরতলেসহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিপাত হয়৷ মুষলধারে বৃষ্টিপাত হয় রাজধানীর আগরতলা শহর এলাকার নিম্মাঞ্চল গুলি জল প্লাবিত হয়েছে৷ আগরতলা শহরের বেশ কিছু রাস্তাঘাট জলের তলায় ডুবে যায়৷ শহরের বহু দোকানপাটে জল ঢুকে পড়ে৷ বাড়ির ঘরেও জল প্রবেশ করায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে৷ বর্ষাকালে রাজধানীর আগরতলা শহর এলাকাকে বানভাসি অবস্থা থেকে রক্ষা করার জন্য পুর নিগম ও প্রশাসনের তরফ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও কার্যত সবকিছুই ব্যর্থ হয়েছে৷ তবে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের কর্মকর্তারা কোমর ভেদে ময়দানে নেমেছেন৷ আগরতলা শহর এলাকার সবগুলি পাম্প চালানো হয়েছে৷ তাতে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জলবন্দী মানুষজন৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রশাসনের কর্মকর্তারা জানান মুষলধারে বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার ফলে শহর এলাকার রাস্তাঘাট দোকানপাট ও বাড়ির ঘরে জল ঢুকে পড়েছে৷ তাতে আগরতলা শহর সহ আশপাশ এলাকায় জল জমে ব্যাহত জনজীবন৷
এদিকে, রবিবারের ভারী ঝড় বৃষ্টিতে রাজধানী আগরতলা শহরের জগন্নাথ বাড়ি সংলগ্ণ পার্কে একটি বড় গাছ ভেঙ্গে পড়ে পার্কের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অবশ্য তাতে প্রাণহানি বা কেউ আহত হওয়ার খবর নেই৷ তবে অল্পে প্রেসক্লাবের দেওয়াল ও বিল্ডিং ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে৷ অবিলম্বে পার্কের যেসব সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি সংস্কার করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি উঠেছে৷