BRAKING NEWS

ওয়ার্ল্ড কাপ ক্যুইজের পুরস্কার বিতরণী আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। মেসার্স লক্ষ্মী ভান্ডার আয়োজিত ফিফা ওয়ার্ল্ড কাপ ক্যুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ীদের আগামীকাল পুরস্কার বিতরণ করা হবে। কলেজ টিলাস্থিত আগরতলা ক্লাবে সকাল ৯ঃ০০ টায় ক্যুইজে অংশগ্রহণকারী প্রতিযোগীদের বিশেষ করে যাদের সবকটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। লটারির মাধ্যমে সেরা তিনজনকে পুরস্কৃত করা ছাড়াও অবশিষ্ট ৩০ জনকে দেওয়া হবে সান্তনা পুরস্কার। মেসার্স লক্ষ্মী ভান্ডারের পক্ষে সুজিত রায় এক বিবৃতিতে সংশ্লিষ্ট ক্যুইজে অংশগ্রহণকারীদের পাশাপাশি ক্রীড়া প্রেমী সকলকে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *