BRAKING NEWS

লীগ ক্রিকেট : স্ফুলিঙ্গকে হারিয়ে দ্বিমুকুট জয় ইউনাটেড ফ্রেন্ডস-এর

স্ফুলিঙ্গ-‌১৬৪ &‌ ১৬৯

ইউনাডেট ফ্রেন্ডস-‌৪১৯/‌৯

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।।প্রত্যাশিতভাবেই দ্বিমুকুট জয় করলো ইউনাটেড ফ্রেন্ডস। জে সি লিগে অপরাজিত ভাবে। ৩ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে সেরা হলেন রজত দে-‌র দল ইউনাটেড ফ্রেন্ডস। খেতাব নির্ণায়ক ম্যাচে ইউনাটে ফ্রেন্ডস ইনিংস এবং ৮৬ রানে পরাজিত করলো স্ফুলিঙ্গ ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত আসরের দ্বিতীয় দিনেই খেতাব নিশ্চিত করে নিয়েছিলো ইউনাটেড ফ্রেন্ডস। দেখার ছিলো শেষ দিনে জয় ছিনিয়ে নিতে পারে কীনা ইউনাটেড ফ্রেন্ডস। রজত দে, ঋত্বিক শ্রীবাস্তব এবং পারভেজ সুলতানের ভেলকিতে ম্যাচের শেষ দিনে কুপোকাৎ হয়ে পড় স্ফুলিঙ্গ। গুটিয়ে যায় ১৬৯ রানে। নরসিংগড় পুলিস ট্রণিং আকাদেমি মাঠে স্ফুলিঙ্গের ১৬৪ রানের জবাবে দীপক ক্ষত্রীর ২৮৭ রানের দৌলতে ইউনাটেড ফ্রেন্ডস ৪১৯ রান করেছিলো। ২৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রান করতে সক্ষম হয় স্ফুলিঙ্গ। দ্বিতীয় দিনের ২ উইকেটে ৪৫ রান নিয়ে খেলতে নেমে শনিবার আরও ১২৪ রান যোগ করার ফঁাকে শেষ ৮ টি উইকেট হারায় স্ফুলিঙ্গ। দলের পক্ষে আনন্দ ভৌমিক ৬৮ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, কৌশল আচার্য ৮১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩০, সম্রাট সূত্রধর ৩৩ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৬, জয়দীপ বনিক ৬১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ এবং শ্যাম শাকিল গণ ২০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দলের আর কোনও ক্রিকেটার দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ইউনাটেড  ফ্রেন্ডসের পক্ষে ঋত্বিক শ্রীবাস্তব (‌৩/‌৩৮), দলনায়ক রজত দে (‌২/‌৩২) এবং পারভেজ সুলতান (‌২/‌৩৩) সফল বোলার। ওই আসরের মধ্য দিয়ে মরশুমে ত্রিমুকুট জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেলো দীপক ভাটনাগরের দল স্ফুলিঙ্গ ক্লাবের। দুদলই‌ মরশুমে দ্বিমুকুট জয় করেছে। ‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *