ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।।শেষ দিনেও হলো না খেলা। ফলে ম্যাচ শেষ হলো অমিমাংশিতভাবে। প্রথম ইনিংস শেষ না হওয়ায় দুদলই পেলো ২ পয়েন্ট করে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লিগ ক্রিকেটের আসরে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুষলধারে বৃষ্টির জন্য ৩ দিনে ম্যাত্র ৪০ ওভারে খেলা হয়। আর তাতে কসমোপলিটন ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করেছিলো। ভিকি সাহা-র বিষাক্ত স্পিনের ভেলকিতে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছিলো কসমোপলিটন। কসমোপলিটনের পক্ষে বাবুল দে ৮২ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৯, তন্ময় ঘোষ ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং ইন্দ্রজিৎ দেবনাথ ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেছিলেন। জে সি সি-র ভিকি সাহা (৫/৪৮) সফল বোলার।