BRAKING NEWS

ত্রিপুরা ক্রীড়া সাংবাদিক ক্লাবের উদ্যোগে বিশিষ্ট ক্রীড়াবিদরা সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। মনোজ্ঞ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ, শনিবার ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে রাজ্যের উদীয়মান খেলোয়াড়, ভেটারেন খেলোয়াড় এবং লাইফটাইম এচিভমেন্ট পুরস্কার প্রদান করা হয়েছে। বিকেল চারটায় আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে জিমন্যাস্ট শ্রীপর্ণা দেবনাথ, মৌনালি কর, ক্রিকেটার অভিজ্ঞা বর্ধন, অরিন্দম বর্মন, দাবায় আরাধ্যা দাস, অনাবিল গোস্বামী, মাস্টার্স অ্যাথলেট শেফালী বর্ধন, মাস্টার্স পাওয়ার লিফটার অমরদ্বীপ দেববর্মা, অমল কুমার ঘোষ, হেড অফ দ্য কোচ ল্যান্স ক্লুজনার, লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড কমল সাহাকে পুরস্কৃত করা হয়েছে। সভাপতি সরযূ চক্রবর্তীর পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে স্কুল অফ সায়েন্স-এর কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি তিমির চন্দ, ক্রীড়া সংগঠক তনয় দাস, ভবতোষ দাস প্রমূখ উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে এ ধরনের সংবর্ধনা পেয়ে ক্রীড়াবিদরা ভীষণভাবে অনুপ্রাণিত বোধ করছেন এবং আগামী দিনে আরো ভালো খেলার উৎসাহ পেয়েছেন বলে অভিমত ব্যক্ত করেযছেন। টিএসজেসি-র সচিব সুপ্রভাত দেবনাথ এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *