নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ আগামী লোকসভা নির্বাচনে তিপ্রা মাথা ছাড়া বিজেপি দুটি আসনেই হারাবে৷ এইভাবে বিজেপিকে বিধঁলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা৷ আজ ছামনু তে মথার আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি৷ সেখানে বিজেপিকে বাই চান্স সরকার বলেও আখ্যায়িত করেন তিনি৷ অনিমেষ বলেন বিধানসভায় বিজেপি ৩২ জন এম এল এ রয়েছেন৷ বিরোধীদের ২৭ জন এমএল৷ পাঁচজন মাঝেমধ্যে রাগ করেন মন্ত্রী না পেয়ে৷ কটাক্ষ করে তিনি বলেন বিধানসভায় আসেন বুকে ব্যথা নিয়ে৷ আমরা তাদের বলি এই ব্যাথা একমাত্র মথাই সারিয়ে দিতে পারে৷ অর্থাৎ যে কোন সময় বিজেপি আইপিএফটি সরকারের ঘর ভাঙতে পারে বলেও ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা৷
তিনি এও বলেন রাজ্যে আবার নতুন করে মিথ্যা কথা বলতে এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ বিধানসভা নির্বাচনের আগে ঠিক একইভাবে মিথ্যা কথা বলে দুই দুইবার জয় লাভ করেছে বিজেপি৷ এবার লোকসভা নির্বাচনে তা আর হবে না৷স্পষ্ট জানিয়ে দিলেন বিরোধীদল নেতা৷ তিনি বলেন মানুষ আমাকে জিজ্ঞেস করে বিজেপি যা প্রতিশ্রুতি দেয় তা পালন করে কিনা৷ আমি তাদের বলছি নির্বাচনের আগে তারা যা প্রতিশ্রুতি দেয় নির্বাচনের পরে সেই প্রতিশ্রুতির কথা ভুলে যায়৷ এইভাবে একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে বিজেপি৷ তার পরিণতি কর্ণাটকের মানুষ দেখিয়ে দিয়েছে৷
সারাদেশের মানুষ বুঝতে পেরেছে বিজেপি একটা জুমলা পার্টি৷ কর্ণাটকের মত তেলেঙ্গানা, মধ্যপ্রদেশেও বিজেপির একই অবস্থা হবে বলে মন্তব্য করেন তিনি৷ এবারের লোকসভা নির্বাচনে কেন বিজেপি হারবে তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলে বিধানসভা ভোটে বিজেপি মাত্র ৩৯ শতাংশ ভোট পেয়েছে৷ বিরোধীরা পেয়েছে বাকি ৬১ শতাংশ৷ অর্থাৎ বিরোধীদের কাছে দুটি শক্তিশালী ট্রাক থাকা সত্ত্বেও বিজেপি পচা বাইক নিয়ে ভিতর দিয়ে ঢুকে বেরিয়ে গেছে৷ তাই এর নাম বাই চান্স সরকার৷ এবার তা হবে না৷ এবার দুটি শক্তিশালী বাইক কথা বলবে৷ আমাদের মধ্যে আগের মতো ফাঁক থাকবেনা৷ যাতে বিজেপি বাইক লইয়া যাইতে পারে৷ এবার বিজেপি বাইক নিয়ে গেলে ট্রাকের সামনেই হুমরি খাইয়া পড়বে৷ আর আগাইতে পারবে না৷ তবে আগামী দিনে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে এক একপ্রকার হুশিয়ারি দিয়ে বললেন বিরোধীদল নেতা অনিমেষ দেববর্মা৷
তিনি বলেন ভিলেজ কমিটির ৫৮৭ টা আসনের মধ্যে ত্রিপুরা মতামত ৫০০টির বেশি আসন জয় করবে৷ এই ভয়ে বিজেপি চাইছে ভোট না করা৷ তবে মাথা ছেড়ে কথা বলবে না৷ সব নির্বাচন হতে পারে ভিলেজ কমিটি নির্বাচন করতে এত ভয় কিসের প্রশ্ণ তার৷ ইন্টার লোকেটর নিয়ে বিরোধী দলনেতা বলেন আমাদের যতই ব্যঙ্গ করুক আমরা জনগণের কাছে প্রশ্ণ রাখছি এই কথাটা দেশের গৃহমন্ত্রী অমিত শাহকে জিজ্ঞাস করুন৷ কারণ তিনি আমাদেরকে বলেছিলেন দু সপ্তাহের মধ্যে ইন্টার লোকেটর পাঠাবেন৷ দুমাস হয়ে গেল এখনো ইন্টারলোকেট পাঠাচ্ছেন না৷ তাহলে আপনি ঝোট কথা বলেছেন৷
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ইন্টার লোকেটর প্লেনে করে হেলিকপ্ঢারে আইতে বাধ্য হইবো যখন ধর্মনগর-আগরতলা কৈলাসহর – আগরতলা দুই রাস্তা বন্ধ হবে৷ রেল রুখে দেবে তিপ্রাসারা৷ আগরতলায় বসে অনেক বাঙালি অভিযোগ করেন এডিসি মানেই উপজাতি৷ আমরা তাদের বলতে চাই এডিসিতে ৩ লাখের বেশি বাঙালি সহ বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করছেন৷ তিপ্রাসা যখন ভাত খেতে পারে না তখন তারাও ভাত খেতে পারে না৷ রোমান হরফে ককবরক স্ক্রি চালু করার বিষয়েও তিনি টেনে আনেন ৫২ ভাষা আন্দোলনের বিষয়টি৷
এ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস কে তুলে ধরে বিরোধী দলনেতা বুঝাতে চেয়েছেন আগামী দিনে রোমান হরফের জন্য তারা এই ভাবেই লড়াই করে যাবেন৷ তবে জনগণের কাছে বিশেষ করে উপজাতি অংশের মানুষের কাছে তার আহ্বান ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বিভিন্ন দাবিতে লড়াই- ময়দানে অবতীর্ণ হতে৷ একই সুরে তিনি বিরোধীদের কাছেও আগামী লোকসভা নির্বাচনে জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের আহবান রাখেন৷