ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ, শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা বারোটায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পৌরোহিত্য করেছেন ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী। বার্ষিক সাধারণ সভায় আলোচ্য সূচী অনুযায়ী ক্লাবের সম্পাদক সুপ্রভাত দেবনাথ ও কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য যথাক্রমে বার্ষিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে এগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। ক্লাব সদস্য মণিময় রায়, তপন চক্রবর্তী, কাজল ভৌমিক, বিপ্লব চন্দ, অরিন্দম চক্রবর্তী, দীপক দে, সহ-সম্পাদক অনির্বাণ দেব, কার্যকরী সদস্য অভিষেক দে, কল্যাণ দেবনাথ প্রমূখ আলোচনায় অংশগ্রহণ করেন। ক্লাবের ঐতিহ্য অনুযায়ী সদস্যদের প্রদত্ত প্রস্তাব অনুসারে আগামী দিনে কার্যক্রম চালিয়ে নেওয়ার প্রয়াস থাকবে বলে জানানো হয়েছে। সর্বোপরি ক্লাবের সকল সদস্যদের এ বিষয়ে সহযোগিতার হাত প্রশস্ত করার আহ্বান জানানো হয়েছে। আসন্ন ২রা জুলাই, বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপনে বিশেষ কর্মসূচি রূপায়ন যেমন সেমিনার এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হবে বলে সভাপতি সরযূ চক্রবর্তী ব্যক্ত করেছেন। স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সম্পাদক সুপ্রভাত দেবনাথ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।