BRAKING NEWS

মাঝারি উত্থানের হাত ধরে সর্বকালীন উচ্চতায় শেয়ার বাজার

মুম্বই, ১৬ জুন (হি. স.) : সপ্তাহের শেষ কাজের দিনে মাঝারি উত্থানের হাত ধরে সর্বকালীন উচ্চতায় পৌঁছালো শেয়ার বাজার। শুক্রবার সেনসেক্স উঠেছে ৪৬৬.৯৫ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ, বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬৩,৩৮৪.৫৮ পয়েন্টে সর্বকালীন উচ্চতা ছাড়িয়ে সেনসেক্স আরও উঠল ১০০ পয়েন্ট।

এদিন নিফটি-র উত্থান ১৩৭.৯০ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ, দিনের শেষে নিফটি হয়েছে ১৮,৮২৬ পয়েন্ট। সর্বকালীন উচ্চতা অতিক্রম করে নিফটি আরও উঠল ১৪ পয়েন্ট। নিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ৩৭টিতে অগ্রগতি হয়েছে, পিছিয়েছে ১৩টি কোম্পানি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০৬০ টি কোম্পানির মধ্যে ৭৯৮টি বৃদ্ধির মুখ দেখেছে। কমেছে ১১৩৮টি কোম্পানির শেয়ার দর। এদিন ভাল বৃদ্ধি পেয়েছে এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ, ড. রেড্ডি, বাজাজ ফিন্যান্স প্রভৃতি কোম্পানি। পিছু হটেছে উইপ্রো, বাজাজ অটো, টিসিএস, বিপিসিএল প্রভৃতি কোম্পানির শেয়ার দর।

এর আগে সেনসেক্স ও নিফটি সর্বকালীন উচ্চতায় পৌঁছেছিল ১ ডিসেম্বর ২০২২। ওই দিন সেনসেক্স হয়েছিল ৬৩,২৮৪.১৯ পয়েন্ট, নিফটি ১৮,৮১২.৫০ পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *