আগরতলা, ১৬ জুন (হি.স.) : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৬টি দোকান। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে কল্যানপুর থানাধীন ইয়াক্রাই বাজারে ওই ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে। খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণপুর দমকল বাহিনী। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন দমকলকর্মী।
ঘটনার বিবরনে জনৈক দমকল কর্মী জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে কল্যানপুর থানাধীন ইয়াক্রাই বাজারে ১৬টি দোকানে আগুন লাগার খবর আসে। সেই খবরের ভিত্তিতে কল্যাণপুর দমকলবাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়েছে। এলাকাবাসী ও দমকল কর্মী দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লক্ষাধিক টাকা হবে।