করিমগঞ্জ (অসম), ১৬ জুন (হি.স.) : করিমগঞ্জ জেলায় সব সরকারি আধিকারিক, কর্মী, কলেজের ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলকভাবে দ্বিচক্র চালানোর সময় বিআইএস মানের হেলমেট পরিধান করতে নির্দেশ দেওয়া হয়েছে। করিমগঞ্জের জেলাশাসক ও জেলা সড়ক সুরক্ষা কমিটির চেয়ারম্যান, রাজ্যের পরিবহন আয়ুক্ত ও রাজ্যিক সড়ক সুরক্ষা কাউন্সিলের সদস্য সচিবের প্রেরণ করা এক পত্রযোগে জানিয়েছেন, গতবছরের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে সড়ক দুর্ঘটনা ৮ শতাংশ এবং এর ফলে প্রায় ১২ দশমিক ২৫ শতাংশ মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে।
এতে বলা হয়েছে, বৃহৎ সংখ্যায় দ্বিচক্রযান চালক ও আরোহী প্রতিবছর হেলমেট পরিধান না করে দ্বিচক্রযান চালানোর ফলে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। যদি বিআইএস মানের হেলমেট পরিধান করে দ্বিচক্র যান চালক ও আরোহীরা দ্বিচক্রযান চালাতেন তবে এই মূল্যবান জীবন গুলো বাচানো সম্ভব হত। তাই এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলাশাসক ও জেলা সড়ক সুরক্ষা কমিটির চেয়ারম্যান জেলার সব কলেজ প্রধান ও বিভাগীয় প্রধানদের এক নির্দেশ জারি করে সব সরকারি আধিকারিক, কর্মী ও ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলকভাবে বিআইএস মানের হেলমেট পরিধান করে দ্বিচক্র যান চালাতে নির্দেশ দিয়েছেন ।