ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।।জয় পেলো ইয়াকথো ওয়েলফেয়ার সোসাইটি। সুরেন্দ্র রিয়াং এর অর্ধশতরান এবং রমেশ রিয়াং এর অলরাউন্ড পারফরম্যান্সে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইয়াকথো ওযেলফেয়ার সোসাইটি ৭ উইকেটে পরাজিত করে ইউনিটি পথচক্র সোসাইটিকে। বুধবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ইউনিটি পথচক্র সোসাইটি ১১৬ রান করে। দলের পক্ষে দিগন্ত সরকার ২৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২, চিন্ময় বিশ্বাস ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১,শায়ন নম: ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ এবং শুপঙ্কর দত্ত ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান।ইয়াকথো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে রমেশ রিয়াং (৪/৩২) এবং দেব কুমার ইরয়াং (২/৪০) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৮.৪ ওভারে ৩ উইকেট হারিয় জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইয়াকথো ওয়েলফেয়ার সোসাইটি। দলের পক্ষে সুরেন্দ্র রিয়াং ৫৭ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫১ (অপ:), ভিনাস নন্দী ২০ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ এবং রমেশ রিয়াং ৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। ইউনিটি পথচক্র সোসাইটির পক্ষে দিগন্ত সরকার (২/২৫) সফল বোলার।
2023-06-14