BRAKING NEWS

উমাকান্ত ময়দানে বৃক্ষরোপন কর্মসূচি


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷  মঙ্গলবার রাজধানীর উমাকান্ত ময়দানে যুব বিকাশ কেন্দ্র এবং নাবার্ডের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ যুব বিকাশ কেন্দ্র এবং নবার্ড স্পোর্টস এন্ড রেকটেশন ক্লাব এর যৌথ উদ্যোগে আগরতলার উমাকান্ত ময়দানে বৃক্ষ রোপন  অনুষ্ঠিত য়৷ এদিন অঙ্গীকার করা হয় তিন বছরের জন্য এই বৃক্ষগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব দুটি সংস্থা নেবে৷ তারা এদিন বলেন শুধু বৃক্ষরোপন করলেই চলবে না বৃক্ষ কে বাঁচিয়ে রাখার দায়িত্ব গ্রহণ করতে হবে৷ স্বাভাবিক কারণেই বৃক্ষ রোপন অনুষ্ঠানকে আনুষ্ঠানিক নির্গত নির্ভরতা না করে বৃক্ষগুলিকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেককেই দায়িত্ব গ্রহণ করা উচিত বলেও তারা মনে করেন৷ এদিন বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র  দীপক মজুমদার বলেন এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার এক দারুন প্রয়াস৷ তিনি বলেন পরিবেশ ক্রমাগত দূষণের কবলে পড়ছে৷ দূষণের হাত থেকে রক্ষা করতে হলে বেশি করে বৃক্ষরোপণ এবং প্লাস্টিক বর্জনের উপর আমাদেরকে গুরুত্ব দিতে হবে বলে তিনি উল্লেখ করেন৷ এ ধরনের অনুষ্ঠানে সমাজের সব অংশের মানুষজনকে অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *