BRAKING NEWS

পুর নিগমের মাসিক বৈঠক অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷  মঙ্গলবার পুর নিগমের মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টন, পুর  কপর্োরেটরদের ভাতার ব্যবস্থা করা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়৷ পাশাপাশি আগামী ২৫ তারিখ থেকে শহরকে যানজট মুক্ত করার অভিযানে নামবে পুর নিগম৷ মঙ্গলবার পুর নিগমের কনফারেন্স হলে কপর্োরেটর ও পুর নিগমের আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান পুরো এলাকায়  টুয়পের কাজ   সঠিকভাবে হচ্ছে কেনার খতিয়ে দেখা হয়েছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বন্টন সংক্রান্ত বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে৷ পাশাপাশি আগরতলা শহর এলাকাকে যানজট মুক্ত করার জন্য অভিযানে নামার সিদ্ধান্ত গ্রহণ করেছে পুর নিগম৷ মেয়র আরও জানান বিগত সবাই যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেসব সিদ্ধান্ত অনুযায়ী কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে৷ নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হয়েছে কিনা এবং যেসব কাজ নির্ধারিত সময় সম্পন্ন হয়নি তার কারণ অনুসন্ধান করা হয়৷ আগামী দিনগুলিতে কি কি কাজ করা হবে সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়৷ বিভিন্ন ওয়ার্ড থেকে বেশ কিছু প্রস্তাব এসেছে সেই প্রস্তাব অনুযায়ী আগামী দিনে কাজ করা হবে বলেও জানিয়েছেন মেয়র৷ নিগম এলাকার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে বর্তমান পুরা প্রশাসন কাজ করে চলেছে বলেও দাবি করেছেন তিনি৷ মেয়র বলেন নিগম এলাকার জনগণের সার্বিক সমস্যা সমাধান এবং নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেসব প্রতিশ্রুতি সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করে চলেছে বর্তমান পুর প্রশাসন৷৷ এসব বিষয়ে জনগণের কাছ থেকেও সার্বিক সহযোগিতা ও আহবান করেছেন মেয়র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *