ক্রীড়া প্রতিধিনি, আগরতলা, ১২ জুন: খেলাধুলার প্রযুক্তিগত চাহিদার জন্য পুনর্নবিনকরন একান্তই আবশ্যক। এ বিষয়ে আয়োজিত কর্মশালা আগামীকাল শেষ হচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া দাপ্তরের উদ্যোগে ১২-১৩ জুন দুই দিন ব্যাপী খেলাধুলার প্রযুক্তিগত চাহিদা জন্যে রিফ্রেশার কোর্স কাম ওয়ার্কশপ চলছে খেজুর বাগানস্থিত শহীদ ভাগৎ সিং যুব আবাসে। এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্তের পঞ্চাশ জন ক্রীড়া শিক্ষক শিক্ষিকা অংশ নেন। রবিবার সন্ধ্যায় শহীদ ভাগৎ সিং যুব আবাসের মিলন আয়তনে আনুষ্ঠানিক ভাবে এই কর্মশালার উদ্ভোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। শুরুতে সদ্য প্রয়াত শারীর শিক্ষক অসীম পালের স্মৃতির উদ্যেশ্যে এক মিনিট নীরব থেকে শোক ও শ্রদ্ধা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত ভাষন দেন দপ্তরের সহ অধিকর্তা পাইমং মগ, তাছাড়া বিশেষজ্ঞ হিসেবে জয়পুর থেকে আগত মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলোজির ক্রীড়া আধিকারিক ডঃ সুবীর দেববাথ, স্পোর্টস ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের ফাউন্ডার ডাইরেক্টর ডঃ পিন্টু মোদক, সাইয়ের প্রাক্তন জিমন্যাস্টিক্স কোচ তথা অর্জুন পুরস্কার প্রাপ্ত জিম্যাস্ট মন্টু দেবনাথ সহ ক্রীড়া উপ-অধিকর্তা দেবাশীষ ভট্টাচার্য্য, সমীর দেব্বর্মা ও বিপ্লব কুমার দত্ত উপস্থিত ছিলেন। এই দুই দিনের কর্মযজ্ঞে ক্রীড়া শিক্ষকরা অনেক অজানা তথ্য জানতে পারেন যা আগামী দিনে নবিস খেলোয়াড়দের প্রশিক্ষনের উপযুক্ত ধারনা দেবে। আগামীকাল সন্ধ্যায় এই কর্মশালার সমাপ্তি ঘটবে।