গণধোলাইয়ে গুরুতর আহত বাস চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ গণধোলাইয়ে গুরুতর আহত বাস চালক! ঘটনা বিশালগড়ে৷ দমকল বাহিনীর জোয়ানরা আহত বাস চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে৷ বিশালগড় থানার কাছে আগরতলা বিশালগড় সড়কে রবিবার উদয়পুর থেকে দ্রুতগতিতে আগরতলা যাওয়ার পথে  একটি যাত্রীবাহী বাস গাড়ি অপর একটি বাইককে ধাক্কা দেয়৷ বাসের ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয় বাইক চালক৷  স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে বাস গাড়াটি আটক করে এবং চালককে নামিয়ে বেধড়ক মারধর করে৷  তাতে বাসচালক গুরুতর ভাবে আহত হয়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী৷ দমকল বাহিনীর জোয়ানরা আহত বাস চালককে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ আহত বাস চালকের নাম টুটন বিশ্বাস৷  তার অবস্থা সংকটজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে হাঁপানিয়ায় ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ বাস চালকের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় মানুষ জানিয়েছেন৷ বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *