ধর্মনগর(ত্রিপুরা), ১০ জুন (হি.স.) : বাড়ির মালিকের অনুপস্থিততে চোর হানা দিয়েছে। ঘরের আলমারি ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে গেছে। ধর্মনগর থানাধীন দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ড এলাকায় ওই ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে।
জনৈক প্রতিবেশী জানিয়েছেন, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বাসিন্দা গুরুদাস রায়ের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। বাড়ির মালিক গুরুদাস দুই তিন দিন পূর্বে পরিবারের সকলকে নিয়ে গৌহাটি বেড়াতে গিয়েছেন। কিন্তু শনিবার সকালে তাঁর বসত ঘরের দরজা খোলা দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। সাথে সাথে প্রতিবেশীরা খবর পাঠিয়েছে ধর্মনগর থানায়। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পায় ঘরের সকল আসবাস পত্র এলোমেলো। তাছাড়া ঘরের আলমারি ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোর।
তিনি আরও জানিয়েছেন, কিছুদিন পূর্বেও অনুরূপ এক বাড়ি মালিকের অনুপস্থিতিতে সর্বস্ব নিয়ে গিয়েছিল চোর। স্থানীয় মানুষদের প্রাথমিক ধারণা, অল্প বয়সের নেশাখোর যুবকদের হাত করে বাইরে থেকে চোরের দল ধর্মনগর শহরে এসে চুরিকান্ড সংঘটিত করে অনায়াসেই গা ঢাকা দিচ্ছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাড়ির মালিক বহিঃরাজ্যে থাকায় ঘর থেকে কি কি চুরি গেছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।