ত্রিপুরায় পাঁচ বাংলাদেশী ধৃত

ধর্মনগর(ত্রিপুরা), ১০ জুন (হি.স.) : অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে ধর্মনগর আরপিএফ। এরপর তাঁদের ধর্মনগর পুলিশের হাতে সোপর্দ করেছে আরপিএফ। পুলিশী জেরায় তাঁরা বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করেছে, জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

ওই পুলিশ আধিকারিকের কথায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর আরপিএফের কাছে খবর আসে আগরতলা-বেঙ্গালুরু গামী হামসফর এক্সপ্রেসে পাঁচজন বাংলাদেশী নাগরিক রয়েছে। সেই খবরের ভিত্তিতে সকাল আটটা নাগাদ ট্রেন থেকে রেল পুলিশ সন্দেহভাজন পাঁচজন বাংলাদেশী নাগরিককে আটক করে ধর্মনগর থানার হাতে তুলে দিয়েছে। পুলিশী জেরায় তাঁরা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের মধ্যে দুজন মহিলা এবং তিনজন পুরুষ রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন বাংলাদেশের পশুরগুনিয়ার বাসিন্দা শফিকুল ইসলাম বয়স(৪০), মোহাম্মদ রফিক(২৭), শাহাব আলী শেখ(৬১) এবং পুশখালির বাসিন্দা মমতাজ আক্তার (১৮) ও রোজিনা বেগম (৩৫)। তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, দালালের মাধ্যমে তাঁরা সীমান্ত অতিক্রম করেছেন। প্রত্যেকে বাংলাদেশী টাকায় কুড়ি হাজার টাকা করে দালালকে দিয়েছেন। ওই দালাল তাদেরকে রাতের আঁধারে বাংলাদেশের আমতলী দিয়ে কাঁটা তারের বেড়া পার করিয়ে দিয়েছেন। ওই সময় তাঁরা সীমান্ত সুরক্ষা বাহিনীকে দেখতে পাননি এবং সেখান থেকে আগরতলা রেল স্টেশনে এসেছেন।

সাথে আরও জানা গেছে, এই পাঁচজনের মধ্যে মোহাম্মদ রফিক বিগত কয়েক বছর ধরে বেঙ্গালুরুতে কাজ করেন। তিনি ইতিপূর্বে বেশ কয়েক জন বাংলাদেশী নাগরিককে কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরু নিয়ে গেছেন। কাজের উদ্দেশ্যেই ওই চারজনকে নিয়ে রওয়ানা দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *