নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গণ্ডাছড়া সহ বেশকিছু জায়গা পরিদর্শন করেছেন৷ তারপর সিপিআইএম নেতৃত্বরা সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছে কাজ নেই খাদ্য নেই৷ শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সিপিআইএম-এর এই অভিযোগের পাল্টা জবাব দিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন রাজ্যের প্রত্যন্ত এলাকায় অবস্থিত সরকারি ন্যায্য মূল্যের দোকান গুলিতেও খাদ্যের কোন অভাব নেই৷ প্রয়োজনের তুলনায় অধিক মাত্রায় খাদ্য সামগ্রী মজুত রয়েছে সরকারি ন্যায্য মূল্যের দোকান গুলিতে৷ রাজ্যের কোথাও খাদ্যের কোন সঙ্কট নেই৷ শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য সিপিআইএম নেতৃত্বরা এই সকল অভিযোগ করছে বলে জানান তিনি৷ তিনি আরও বলেন একটা সময় এডিসি-র ২৮ টি আসন বামেদের দখলে ছিল৷ এখন তাদের দখলে একটি আসনও নেই৷ জনজাতি অংশের মানুষ তাদের বর্জন করেছে৷ যারা গাঁজার ব্যবসা করত তাদের কাজ ও খাদ্য নেই৷ তাদের কাজের সংস্থান হবে না৷ কারন এখন বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে৷