শক্তিগড়, ১০ জুন (হি.স. ): শক্তিগড়ের জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। পাশাপাশি যাওয়া একটি গাড়িকে পিষে দিল লরি। ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের। আহত আরও একজন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে দু’জন ছিলেন। যাঁর মৃত্যু হয়েছে, তাঁর নাম সমরেশ মুখোপাধ্যায় (৬৫)। তিনি চালকের আসনে ছিলেন। পূর্ব বর্ধমানের কালনার বেলেহাটা গ্রামের বাসিন্দা সমরেশ কলকাতা যাচ্ছিলেন। গুরুতর আহত হয়েছেন অরিজিৎ মজুমদার নামে এক ব্যক্তি। তিনি বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড়ের বাসিন্দা। আহতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শক্তিগড়ের কাছে একটি দশ চাকার লরির পাশ দিয়ে যাওয়ার সময় চারচাকা গাড়িটির রেষারেষি হয়। লরি এবং চার চাকা দু’টিই কলকাতার দিকে যাচ্ছিল। চার চাকা গাড়িটিকে প্রায় পিষে দেয় লরিটি। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দু’জনকে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ।

