আগরতলা, ৯ জুন (হি.স.) : বোলেরো গাড়ি ও স্কুটির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে স্কুটি চালকের। বিশ্রামগঞ্জ আমতলী এলাকায় স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে বিশ্রামগঞ্জ দমকলবাহিনী ও পুলিশকে খবর পাঠিয়েছিল। দমকলকর্মীরা আহত স্কুটি চালককে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার ভোর সাড়ে ছয়টা নাগাদ তাপস দাস(৩৪) টিআর০১এস৫৫৪৫ নম্বরের স্কুটি নিয়ে উদয়পুরের দিকে যাচ্ছিলেন। বিশ্রামগঞ্জ আমতলী এলাকায় আসা মাত্র একটি বোলেরো গাড়ি স্কুটিতে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।তাতে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত লাগে তাপসের। স্থানীয় মানুষ বিকট শব্দের আওয়াজ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। সাথে সাথে বিশ্রামগঞ্জ থানায় ও দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দমকল কর্মীরা আহত তাপসকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছে। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।
তিনি আরও জানিয়েছেন, মৃত ব্যক্তি আগরতলা বিদ্যাসাগার এলাকার বাসিন্দা ছিলেন। তাপস দাস বিশালগড়ে বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। অফিসের কাজে উদয়পুর যাচ্ছিলেন তিনি।

