বহরমপুর(মুর্শিদাবাদ), ৯ জুন (হি.স.) : পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নের প্রথম দিনেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম ১১। মুর্শিদাবাদের সালারের ঘটনা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ মুর্শিদাবাদের সালারে। শুক্রবার ওই ঘটনায় আহত মোট ১১ জন। সালার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। আহতদের সালার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সালু পঞ্চায়েতের প্রধান মুস্তাক আলি সহ দুজনকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকিদের চিকিৎসা চলছে সালারে। ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের সালারের ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান সুমন ও তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য আনিরুল ইসলাম।
এদিকে, শুক্রবার মনোনয়নের প্রথম দিন সামশেরগঞ্জ বিডিও অফিসে পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। সকাল থেকেই বিডিও অফিসের গেটে মোতায়েন করা হয়েছে পুলিশ। সামশেরগঞ্জ বিডিও অফিসে মনোনয়ন জমা করতে এলেও তা জমা করতে না পেরে ক্ষোভ প্রকাশ করে সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব। বিডিও অফিসে প্রস্তুতি না থাকায় কার্যত মনোনয়নের জন্য দীর্ঘক্ষণ ধরেই দাঁড়িয়ে থাকেন বাম ও কংগ্রেসের প্রার্থীরা। মনোনয়ন জমা নেওয়া শেষ হবে ১৫ জুন। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।