কাবুল, ৮ জুন (হি.স.) : বাদাখশান প্রদেশের বাদাখশানের প্রাক্তন ডেপুটি গভর্নর (ভারপ্রাপ্ত গভর্নর)-র শেষকৃত্যের কাছে বৃহস্পতিবার একটি বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ফৈজাবাদের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাদাখশানের যোগাযোগ ও সাংস্কৃতিক বিভাগের তালেবানের প্রধান মাজুদ্দিন আহমাদি এখবর নিশ্চিত করেছেন।
স্থানীয়দের মতে, ফৈজাবাদের হেসা-ই-আউয়াল এলাকার নববী মসজিদে বিস্ফোরণ ঘটে। আহমাদির মতে, এই ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি।
আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই একটি টুইট বার্তায় বাদাখশান প্রদেশের রাজধানী ফৈজাবাদের হেসা-ই আউয়াল এলাকায় নববি মসজিদে হামলার তীব্র নিন্দা করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমাদ আহমাদি একটি গাড়ি বোমা হামলায় তার চালকসহ নিহত হন এবং ছয়জন আহত হন।
তালেবানের ডেপুটি গভর্নর ও তার চালককে হত্যা করা হয়েছে ইসলামিক স্টেটের পক্ষ থেকে দাবি করা হয়েছে।