নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): আরব সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপ ও পরবর্তীকালে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, এবার আগামী ২৪ ঘন্টার মধ্যেই অতি প্রবল ঘূর্ণিঝড় ”বিপর্যয়”-এ পরিণত হবে। বুধবার এমনটাই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হতে পারে অতি প্রবল ঘূর্ণিঝড় ”বিপর্যয়”। ভারতীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মধ্য-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আছড়ে পড়তে পারে ‘বিপর্যয়’। তবে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ভারতেও। কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র এবং গুজরাতের উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি এলাকার বিক্ষিপ্ত স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। বুধবার সকালে পূর্ব-মধ্য ও পার্শ্ববর্তী দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর প্রবল ঘূর্ণিঝড় ”বিপর্যয়” গোয়ার প্রায় ৮৯০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি প্রায় উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

