এনসিসির প্রশিক্ষণ শিবির সমাপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ ত্রিপুরার বিভিন্ন সুকলের এনসিসি-র ক্যাডেটদের নিয়ে শুরু হয়েছিল দশদিনের বার্ষিক ক্যাম্পের৷ বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে এনএসআরসিসি হলে ১০ দিন ব্যাপী চলা ক্যাম্পের পরিসমাপ্তি ঘটে৷সমাপ্তি অনুষ্ঠান উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডেন্ট কর্নেল বিনয় রাউঠান সহ অন্যান্যরা৷ সমাপ্তি দিনে ৪০০ জন ক্যাডেট অংশ নেয়৷ ১০ দিনের বার্ষিক ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন বিষয়ে ক্যাডেটদের অবগত ও প্রশিক্ষণ দেওয়া হয়৷ মূলত মহিলা শ্বশক্তিকরণ ও ক্যাডেটের ব্যক্তিত্ব বিকাশ৷ মিলিটারি ট্রেনিং, ফায়ারিং, অপটিক্যাল কোর্স করানো হয়েছে৷ অনেক অভিজ্ঞ ব্যক্তি তাদের সুচিন্তিত পরামর্শ প্রদান করেছেন৷ আগামী দিনে রাজ্যের এন সি সি ক্যাডেটরা রাজ্যের নাম উজ্জ্বল করবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *