নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ দুই এসপিও জাওয়ানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ৷ এই সংঘর্ষের জেরে এক এসপিও জাওয়ানের দায়ের কোপে গুরুতর অপর এক এসপিও জাওয়ান৷ দুই জাওয়ান কর্তব্যরত রয়েছে তেলিয়ামুড়া থানায়৷ সংঘর্ষের ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া’’র কলইপাড়া এলাকায় বুধবার৷জানা যায়, দীর্ঘদিন ধরেই কোন এক বিষয়কে কেন্দ্র করে তেলিয়ামুড়া থানায় কর্তব্যরত সজল দাস এবং রাকেশ ভৌমিক নামের দুই ছঞ্ঝঞ্জ জাওয়ানের মধ্যে হিংসাত্মক মনোভাব ছিল৷ অবশেষে ব্রহ্মছড়া’’র কলইপাড়া এলাকায় ঘুরতে গিয়ে তাদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা৷ এই বাকবিতণ্ডা মুহূর্তেই রূপ নেই হাতাহাতিতে৷ অভিযোগ, সেই সময় আচমকাই রাকেশ ভৌমিক নামে ছঞ্ঝঞ্জ জাওয়ান ৪ থেকে ৫ জন লোক নিয়ে ধারালো অস্ত্র ’’দা’’ দিয়ে প্রাণঘাতী হামলা চালায় সজল দাস নামের অপর ছঞ্ঝঞ্জ জাওয়ানের উপর৷ দায়ের কোপে গুরুতর আহত হয় সজল৷ ঘটনাস্থল থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে তেলিয়ামুড়া থানায়৷ তেলিয়ামুড়া থানার পুলিশ সহ টি এস আর জাওয়ান’’রা সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই চলে গুরুতর আহত ওই এসপিও জাওয়ানের চিকিৎসা৷ রাকেশ ভৌমিক অভিযোগ অস্বীকার করে৷