মুম্বই, ৫ জুন (হি.স.) : সপ্তাহের প্রথম দিনে অল্প উত্থান হল শেয়ার বাজারে। জিডিপির বৃদ্ধিতে উৎসাহিত হলেন না লগ্নিকারীরা। সোমবার সেনসেক্স পৌঁছল সাড়ে ৬২ হাজারের বেশি, নিফটি রইল সাড়ে ১৮ হাজারের উপরে। সেনসেক্স সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল ১ ডিসেম্বর ২০২২, হয়েছিল ৬৩ হাজার ২৮৪ পয়েন্ট। সোমবার সেনসেক্স উঠল ২৪০.৩৬ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ, বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬২,৭৮৭.৪৭ পয়েন্টে। এদিন নিফটি-র অগ্রগতি ৫৯.৭৫ পয়েন্ট বা ০.৩২ শতাংশ, দিনের শেষে নিফটি হয়েছে ১৮ হাজার ৫৯৩.৮৫ পয়েন্ট। নিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ২৫টিতে অগ্রগতি হয়েছে, পিছিয়েছে ২৫টি কোম্পানি।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০৬০টি কোম্পানির মধ্যে ১১৬১টি বৃদ্ধির মুখ দেখেছে, কমেছে ৭৯৮টি কোম্পানির শেয়ার দর। এদিন ভালো বৃদ্ধি পেয়েছে মহীন্দ্র অ্যান্ড মহীন্দ্র, অ্যাক্সিস ব্যাঙ্ক, টাটা মোটরস, লারসেন টুবরো প্রভৃতি কোম্পানির শেয়ারগুলি। পিছু হটেছে ডিভি’স ল্যাব, টেক মহীন্দ্র, এশিয়ান পেইন্টস, নেসলে ইন্ডিয়া প্রভৃতি কোম্পানির শেয়ার দর।