হাফলং (অসম) ৫ জুন (হি স) : বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক বর্জনের ডাক দিয়ে প্লাস্টিক মুক্ত ডিমা হাসাও গড়ে তুলার আহ্বান জানালেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে হাফলঙে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ বন ও পরিবেশ বিভাগের যৌথ উদ্যোগে হাফলং যোগা সেন্টার প্রাঙ্গনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন জলবায়ু পরিবর্তনের দরুন আবহওয়ার উপর ব্যাপক প্রভাব পড়েছে। সমগ্র বিশ্ব সহ দেশে আবহওয়ার পরিবর্তন হচ্ছে। ডিমা হাসাও জেলায় ও আবহওয়ার পরিবর্তন হচ্ছে তাই পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরিবেশকে সুরক্ষিত রাখতে হবে। তাই এনিয়ে সদাইকে একজোট পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে কাজ করে যেতে হবে।
দেবোলাল গার্লোসা বলেন রাজনৈতিক অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনও ধরণের অনুষ্ঠানে প্লাস্টিক বর্জন করার আহ্বান জানিয়ে তিনি প্লাস্টিক মুক্ত হাফলং ও প্লাস্টিক মুক্ত ডিমা হাসাও গড়ে তুলার আহ্বান জানিয়ে দেবোলাল গার্লোসা বলেন হাফলং হ্রদকে সৌন্দ্যর্যবৃদ্ধি করা হচ্ছে তাই হাফলং হ্রদের আশপাশ নালা নর্মদায় যাতে কেউ প্লাস্টিক জাতীয় সামগ্রী বোতল আদি বস্তু না ফেলেন। যে কোনও অবস্থায় সবাইকে হাফলং শহরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে দেবোলাল গার্লোসা পরবর্তী প্রজন্মের জন্য ভালো পরিবেশ রেখে যেতে আমাদের সবাইকে একজোট হয়ে পরিবেশ রক্ষার ক্ষেত্রে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রতিবছর ৫ জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে উদযাপন করা হয় বিশ্বব্যাপী। এরই সঙ্গে সঙ্গতি রেখে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ বন ও পরিবেশ বিভাগের উদ্যোগে হাফলঙে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসে সোমবার সকালে হাফলং বোটানিক্যাল গার্ডেনের কাছ থেকে এক সাইকেল রেলি বের হয়ে জাটিঙ্গা হয়ে পুনরায় বোটানিক্যাল গার্ডেনের পাশে এসে শেষ হয়। তারপর শহরের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কার্যালয়ে বৃক্ষ রোপন করা হয়। সোমবার এই অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বিশ্ব পরিবেশ দিবসে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ রানু লাংথাসা কার্যনির্বাহী সদস্য নজিৎ কেম্প্রাই বন ও পরিবেশ দফতরের সিসিএফ এম তুমনুং ডিএফও তুহিন লাংথাসা তুনু লাংথাসা সহ বিশিষ্ট ব্যক্তিরা।