BRAKING NEWS

কংগ্রেস ভালবাসার দোকান নয়, ঘৃণার মেগা শপিং মল খুলেছে : জেপি নড্ডা


নয়াদিল্লি, ৫ জুন (হি.স.) : কংগ্রেসকে আক্রমণ করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি বলেন, যখনই ভারত নতুন রেকর্ড তৈরি করে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের গর্ব হজম করেন না। একদিকে রাহুল গান্ধী সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলেন। আবার হিন্দু-মুসলিম বিভাজনের কথা বলেন। আর অন্যদিকে বলেন, আমরা ভালবাসার দোকান চালাচ্ছি। আসলে আপনারা বিদ্বেষের একটি মেগা শপিং মল খুলেছেন।

সোমবার প্রধানমন্ত্রীর জাদুঘরে নরেন্দ্র মোদী সরকারের ৯ বছরের অর্জনের উপর লেখা একটি বই প্রকাশ করতে গিয়ে জেপি নড্ডা বলেন, একটা সময় ছিল যখন ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন যে দেশের সীমান্ত গ্রামে রাস্তা তৈরি করা উচিত নয়। প্রকল্পের অধীনে উল্টো আজ ভারতের সীমান্তবর্তী গ্রামগুলো গড়ে উঠছে। সেখানে সড়ক যোগাযোগ জোরদার করা হচ্ছে।
তিনি আরও বলেন, ২০১৪ সালের আগে আর ২০১৪ সালের পরের সময়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। জনগণ বিশ্বাস করেছিল যে কিছুই পরিবর্তন হবে না এবং দুর্নীতি নির্মূল করা যাবে না। আমাদের দেশ একসময় দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে গণ্য হত। নেতৃত্ব, উদ্দেশ্য বা নীতি ছিল না। তারপরে লোকেরা বিজেপিকে ভোট দিয়েছে এবং ২০১৪ সালে ভারত একটি নেতৃত্ব পেয়েছে যা ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *