নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ ৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবস৷ ২০১৮ সাল থেকে এই দিনটি উদযাপন করা হচ্ছে৷শনিবার তারই অঙ্গ হিসাবে পশ্চিম জেলার স্বাস্থ্য আধিকারিক এর উদ্যোগে বাইসাইকেল ফর হেলথ- এই ভাবনাকে সামনে রেখে রাজধানীতে এক বাইসাইকেল র্যালীর আয়োজন করা হয়৷ যা লিটির সূচনা করেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশীষ দাস৷ একই সঙ্গে তিনি যাসলীতে অংশ নেন৷ প্যালেস কম্পাউন্ড স্থিত পশ্চিম জেলা মুখ স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের সামনে থেকে যা লিটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ প্রতিটি জেলা সদরে এই দিনটি উদযাপন করা হচ্ছে৷ প্রযুক্তির বিকাশের ফলে যান বাহনের সংখ্যা বাড়ছে৷ কিন্তু পরিবেশ এবং মানুষকে শারীরিক ভাবে সুস্থ রাখতে বাই সাইকেলের ব্যবহার বাড়াতে হবে বলে জানান পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ দেবাশীষ দাস৷
’ সাইকেল ফর হেলথ’ এই স্লোগানকে সামনে রেখে সারা বিশ্বের সাথে উত্তর জেলা স্বাস্থ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এর আর্থিক সহযোগিতা এবং উদ্যোগে বিশ্ব বাইসাইকেল দিবস ২০২৩ উপলক্ষে জেলাভিত্তিক বাইসাইকেল যারলি অনুষ্ঠিত হয়৷ নেহেরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরা , এনএসএস ইউনিট উত্তর জেলা , পদ্মপুর স্বাস্থ্য কেন্দ্র এর সহযোগিতায় এবং উদ্ভাবনী সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় হয় রেলি৷সকালে ধর্মনগর অর্ধেন্দু স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ধর্মনগরের শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় স্মৃতি ভবনের সামনে শেষ হয়৷ বিশ্ব বাইসাইকেল দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ অলক কুমার ধর ,ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার, উত্তর ত্রিপুরা৷ কুনাল গৌতম জেলা যুব আধিকারিক, নেহেরু যুব কেন্দ্র উত্তর ত্রিপুরা৷ অখিল বৈদ্য ডিসটিক সেক্রেটারি,এন এস এস ইউনিট উত্তর ত্রিপুরা৷ রণদীপ রুদ্র পাল,দ্রন্ডদ্ভ্রত্মত্র উদ্ভাবনী সামাজিক সংস্থা৷ বাইসাইকেল যা লিতে এনএসএস ,এনওয়াই কে,ভারত স্কাউট গাইড, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন৷বিশ্ব বাইসাইকেল দিবস টি একটি সহজ, সাশ্রয়ী মূল্যের, নির্ভরযোগ্য, পরিষ্কার এবং টেকসই পরিবহন মাধ্যম হিসাবে সাইকেল উদযাপন এবং স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা এবং সামাজিক অন্তর্ভুক্তির জন্য এর সুবিধাগুলি প্রচার করার জন্য একটি দিন৷ এটি ২০১৮ সাল থেকে প্রতি বছর ৩ জুন পালিত হয়৷
2023-06-03