BRAKING NEWS

শান্তির বাজারে ক্রিকেট জয়ী জনকল্যাণ সমিতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুন।।ব্যাটিং দাপট। দু ইনিংসে মোট রান উঠলো ৫১৪ রান। বাইখোরা স্কুলের ২২ গজে শুক্রবার ছিলো রানের বণ্যা। এরমধ্যে সবচেয়ে বেশী উজ্জল ছিলেন প্রশান্ত দেবনাথ। ব্যাট হাতে দুরন্ত শতরান করেন।  ম্যাচে মুহুরিপুর জনকল্যাণ সমিতির গড়া ৩১১ রানের জবাবে ইউনিটি পথচক্র সোসাইটি ২০৩ রান করে। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মুহুরিপুর জনকল্যাণ সমিতি ৩১১ রান করে। দলের পক্ষে প্রশান্ত দেবনাথ ৫৪ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৯,দ্বীপজয় দাস ৩৬ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯, অর্জুন দে ৪১ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫, বিপ্লব দাস ১৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। দল অতিরিক্ত কাতে পায় ৫৩ রান। ইউনিটি পাঠচক্র সোসাইটির পক্ষে প্রসেনজিৎ মজুমদার (‌৩/‌৪৪), দেবজিৎ দত্ত (‌৩/‌৪৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইউনিটি পাঠচক্র সোসাইটি ২০৩ রান করতে সক্ষম হয়।দলের পক্ষে প্রসেনজিৎ মজুমদার ৭০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭২, দীগন্ত সরকার ৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌ ১৭, দেবজিৎ দত্ত ৩৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭, চিন্ময় বিশ্বাস ২১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং ধোনী রিয়াং ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৮ রান। মুহুরিপুর জনকল্যাণ সমিতির পক্ষে অর্জুন দে (‌২/‌১৮), সান্টু মজুমদার (‌২/‌৪২) এবং সৌরভ চৌধুরি (‌২/‌৪২) সফল বোলার।‌‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *