কলকাতা, ২ জুন (হি. স.) : “ঘুরে ফিরে পুনর মূষিক ভব হয়ে সেই তো ভবানীপুরে এসে জিততে হল। কেন লাফালাফি করতে গেছিলেন নন্দীগ্রামে? মেদিনীপুরের লোক আয়না দেখিয়ে দিয়েছে তো।”
শুক্রবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে এসে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।
অভিষেক সভায় বলেছেন, “এখনই নন্দিগ্রামে ভোট হলে ৫০ হাজার ভোটে জিতব।” সাংবাদিকরা এর প্রতিক্রিয়া চাইলে দিলীপবাবু বলেন, “তখন জিতলেন না কেন? মূল ইলেকশনে জিততে পারলেন না। বাই ইলেকশনে জিতবেন? এমনি ভোট হলে ওখানে আপনারা হারেন। আপনারা ভোট লুঠ করলে জেতেন। তখন ফুটানি মেরে ওখানে কে যেতে বলেছিল?”
অভিষেক সভায় বলেছেন, “ওদের হাতে ইডি সিবিআই মোদী আছে। আমাদের হাতে মানুষ আছে।” প্রতিক্রিয়ায় দিলীপবাবু বলেন, “কোথায় মানুষ আছে? তাহলে বিধায়ক ভাঙিয়ে নিয়ে আসতে হচ্ছে কেন? মানুষ অন্যদিকে আছে। তাদের রায়কে না মেনে আপনারা কাজ করছেন। মানুষ আপনাদের সঙ্গে নেই। তাই জঙ্গলমহলে চোর চোর শ্লোগান শুনতে হয়েছে।“