নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন ৷৷ বৃহস্পতিবার এক ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে টাউন প্রতাপগার গ্রন্ডিওস ক্লাব সংলগ্ণ এলাকায শ্রীশ্রী রাধামদনমোহন জিউ মন্দিরের শিলান্যাস করা হয়৷
টাউন প্রতাপগড় গ্যান্ডডিওয়জ ক্লাব সংলগ্ণ শ্রীশ্রী রাধামদনমোহন জীউর মন্দিরের শুভ শিলান্যাস করা হয় বৃহস্পতিবার৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রভুপাদ নিত্যানন্দ গোস্বামী৷ তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল৷ এই আশ্রম বাড়ি তৈরি হবে পাঁচতলা বিশিষ্ট৷ পরিচালনায় থাকবে নিখিল ত্রিপুরা শ্রীশ্রী হরিভক্তি প্রচারিণী সভা৷ আশ্রম বাড়িতে শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন আমরা রাজ্যবাসী আজকে কথা থেকে মুক্তি পেয়েছি৷ এ ধরনের আশ্রম তৈরি করায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদ্যোক্তাদের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ এ ধরনের প্রতিষ্ঠান মানুষের মধ্যে একাত্মবোধ জাগ্রত করতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে বলেও তিনি মনে করেন৷
2023-06-01