ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ মে।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাব প্রাঙ্গনে ত্রিপুরার স্পোর্টস ক্যারাটে এসোসিয়েশন আয়োজিত রাজ্যভিত্তিক এই আসরে রাজ্যের আটটি জেলা থেকে ২২০ জন খেলোয়াড় এতে অংশগ্রহণ করে। বালক বালিকা উভয়-বিভাগে ২৬ টি করে মোট ৫২ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেশ দক্ষতার সঙ্গে ক্যারাটে খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নিয়ে বালক বিভাগে তানিশ সরদার, বৈভব দেবনাথ, নির্বান কুন্ডু, অনুজ মারাক, ওমায়ূর আহমেদ, ক্রীশ মারাক, দীপ চক্রবর্তী, কুনাল, মৃন্ময় ধর, জীবেশ ভৌমিক, সুরজ বিশ্বাস, অলকময় চক্রবর্তী, সানি কর্মকার, দিবন্ত রায়, গৌরব দাস, নীলদীপ সাহা, রাজদীপ দেবনাথ, সাগর সাহা, অর্কজিত সাহা, রাজদীপ দাস, শ্রীতিশ ঘোষ, শুভ্রজিত সিংহ, বিজয় কুমার দাস, রুবেল চক্রবর্তী, সানলম দেববর্মা, সুবল দাস, চিরঞ্জিত মারাক, চুমুই দেববর্মা, জুয়েল সাংমা, তিব্বল দেববর্মা, রঞ্জিত দেববর্মা, বিশাল মারাক পুরস্কৃত হয়েছে। বালিকা বিভাগে দক্ষতা দেখিয়ে ময়ূরাক্ষী দাস, রুহি দেবনাথ, বিজয়া সাহা, দেবলীনা দেবনাথ, আরাধ্যা পাল, আরোহী দাস, সোহানা ঘোষ, আম্রপলি মল্লিক, অভীপ্সা নাথ, সানভি পাল, রামেশ্বরী সাহা, রিধিমা দাস, অক্ষিতা মজুমদার, প্রতীক্ষা সাহা, রিধিমা পাল, সানিয়া দেবনাথ, সরস্বতী সাঙমা, অর্পিতা মারাক, রাইজি মারাক, সোহিনী দেবনাথ, ইশা দেববর্মা, অন্তরা দাস পুরস্কার পেয়েছে। উল্লেখ্য, সকাল থেকে প্রতিযোগিতা শুরু হলেও বেলা ১১ টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা। অনুষ্ঠানে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রেসিডেন্ট সরযূ চক্রবর্তী, অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়, কর্পোরেটর সুখময় সাহা, সীমা দেবনাথ, অর্গানাইজিং সেক্রেটারি অধীর দেবনাথ, প্রান্তিক ক্লাবের সভাপতি দিব্যেন্দু দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়নশীপ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংস্থার সম্পাদক কৃষ্ণ সূত্রধর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *