সৌমেন, তন্ময়ের জোড়া শতরানে বড় স্কোর চলমানের, ব্যাকফুটে ব্লাড

চলমান:- ৩৫৮/৭(৭৩)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।। জোড়া শতরানে সমৃদ্ধ চলমান সংঘের ইনিংস। একদিকে সৌমেন মাহান্তি, অপরদিকে তন্ময় ঘোষ। শুরুতে ১১ রানের মধ্যে তন্ময় দাস ও আরমান হোসেনের ওপেনিং জুটি প্যাভিলিয়নে ফিরতেই চলমান সংঘের অবস্থা কিছুটা সঙ্গীন হয়েছিল। অতঃপর সৌমেন মাহান্তি ও তন্ময় ঘোষ জুটির অনবদ্য ব্যাটিং স্কোরবোর্ড-এর চেহারাটাই পাল্টে দেয়। এই জুটি দলের জন্য ২২৭ রান সংগ্রহ করে দেয়। খেলা হচ্ছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এ-ডিভিশন সুপারফোর সুপার লিগের খেলা চলমান সংঘ ও ব্লাডমাউথ ক্লাবের ম্যাচ। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। প্রথম রাউন্ডের খেলায় চলমান সংঘ ইতোমধ্যে নয় উইকেটে পোলস্টার ক্লাবকে হারিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে অবস্থান করছে। শনিবার সকাল সাড়ে আটটায় ম্যাচ শুরুতে টস জিতে ব্লাড মাউথ প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে চলমান সংঘ দিনভর খেলে ৭৩ ওভার ব্যাটিং এর সুযোগ পায়। ইতোমধ্যে ৭ উইকেট হারিয়ে ৩৫৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে দেয়। দলের পক্ষে সৌমেন মাহান্তির ১২৪ রান এবং তন্ময় ঘোষের ১২৩ রান যথেষ্ট উল্লেখযোগ্য। সৌমেন ১৯৬ বল খেলে ১৬ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১২৪ রান সংগ্রহ করে। তন্ময় ১২৩ রান পেয়েছে ১৪৭ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে। শেষ দিকে জয়দেব দেব ৩১ রানে অপরাজিত থাকে। সঙ্গে অর্কজিৎ পালও অপরাজিত ছিলে ১১ রানে। এদিকে ব্লাড মাউথের বোলার মনির হোসেন ১১৬ রানের বিনিময়ে চারটি উইকেট পেয়েছে। এছাড়া রণদীপ পাল, দেবতনু পাল ও রীতেশ রায় প্রত্যেককে একটি করে উইকেট পেয়েছে। আগামীকাল ব্লাডমাউথের ব্যাটার্সরা কেমন জবাব দেয় তাই এখন দেখার বিষয়।