শালবনি, ২৭ মে (হি.স.) : শনিবার শালবনিতে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির মঞ্চে মমতা বললেন, ‘শালবনিতে জ্যোতিবাবুরা জমি দিয়ে পালিয়ে গিয়েছিলেন। তারপর কিছু হয়েছিল? হয়নি। জিন্দালদের এই কারখানা আমি এসে উদ্বোধন করেছিলাম। আপনাদের জন্য একটা সুখবর দিই। জিন্দালদের কারখানার পর যে জমিটুকু ওদের কাজে লাগেনি, সেটা ওরা আমাদের ফেরত দিচ্ছে। এখানে আমরা একটি বড় শিল্পকেন্দ্র তৈরি করছি। আজ মেদিনীপুরে কী হয়নি? ছয়টি মাল্টি স্পেশালিটি হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, স্টেডিয়াম, অলচিকি ভাষার কোর্স করা হয়েছে। আমি ঠিক করেছি, আগামী দিনে আমি নিজে একটি ট্রাইবাল ডেভলপমেন্ট বোর্ড তৈরি করব। আমি নিজে চেয়ারম্যান থাকব। আমার সঙ্গে বীরবাহা হাঁসদা ও অন্যান্য আদিবাসী ভাইবোনরা থাকবেন।’
এদিন দলের কাজ ঠিক মতো না করার জন্য জঙ্গলমহলের নেতাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শালবনির জনসভা থেকে সুজয়, অজিত মাইতি, শ্রীকান্ত মাহাতো, উত্তরা-সহ একাধিক নেতাকে সতর্ক করেন তৃণমূল সুপ্রিমো।