অতিসত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ 

আগরতলা, ২৬ মে (হি.স.) : অতিসত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্ত হলেন এস টি জি টি চাকুরী প্রত্যাশীরা। কিন্তু তাঁরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে না পেরে রাজধানী উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। ফলাফল প্রকাশ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন পরীক্ষার্থীরা।

তাঁদের অভিযোগ, ৯ মাস আগে এসটিজিটি পরীক্ষায় হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না টিআরবিটি। এ বিষয়ে দীর্ঘ কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে  অন্যান্য মন্ত্রীদের দরজায় কড়া নাড়লেও তাঁদের দাবি পূরনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তাঁরা বাধ্য হয়ে শুক্রবার সকালে অতিসত্বর ফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে না পেরে তাঁরা রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে বিক্ষোভ দেখিয়েছেন।

তাঁদের আরও অভিযোগ, শূন্য পদ থাকা সত্ত্বেও ২০২২ সালে এসটিজিটি পরীক্ষাথীদের  একত্রে নিয়োগ করা হচ্ছে না। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দেখা দিয়েছে। তাই তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান, ফলাফল প্রকাশ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়টি গুরুত্ব সহকারে দেখুন।