ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মে।।
বসে-আঁকো প্রতিযোগিতা শুক্রবার। বাংলার জাতীয় তথা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে। বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলের ইকো-ক্লাবের উদ্যোগে ৫ম থেকে দ্বাদশ শ্রেণী পঠরত ছাত্র ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্কুল প্রাঙ্গনে। এই প্রতিযোগিতা তিনটি বিভাগে করা হবে। সেই সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ বা কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রবন্ধ প্রতিযোগিতা করা হবে বিভিন্ন বয়স বিভাগে। সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে এই প্রতিযোগিতায় শুধুমাত্র স্পোর্টস স্কুলের ছেলে মেয়েরা অংশ নিতে পারবে। চিত্রাঙ্কনের প্রয়োজনীয় সামগ্রী বিদ্যালয়ের ইকো ক্লাবের তরফ থেকে সরবরাহ করা হবে। শুধুমাত্র খেলাধুলা ও পড়াশুনার মাঝে সংস্কৃতি চর্চার প্রয়োজন রয়েছে, তারই অঙ্গ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং ইকো ক্লাবের সাথে যুক্ত সকালের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন। – বিদ্যালয়ের পক্ষে শারীর শিক্ষক প্রনব অখণ্ড এখবর জানান।

