কাঠমান্ডু, ২৫ মে (হি. স.) : নেপালে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রুকুম পশ্চিম জেলার সানিভেরী পল্লী পৌরসভা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রুকুম পশ্চিম জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জিপটি রাস্তা থেকে ৪০০ মিটার নিচে পড়ে যাওয়ায় যাত্রীদের অনেক কষ্টে উদ্ধার করা হয়েছে।
রুকুম পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২২ বছর বয়সী এক মহিলা ও তার ২২ দিনের ছেলের মৃত্যু হয়েছে। ওই জীপে ১৫ জন ছিল, যার মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১০ জন। আহতদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য নেপালগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।