শরদ পওয়ারের সঙ্গে সাক্ষাৎ কেজরিওয়াল ও ভগবন্তের; সঙ্গী সঞ্জয়, রাঘব ও অতিশী


মুম্বই, ২৫ মে (হি.স.): মুম্বইয়ে গিয়ে এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে দেখা করলেন দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মুম্বইয়ের যশবন্তরাও চাভান সেন্টারে গিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তাঁদের সঙ্গে ছিলেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং, রাঘব চাড্ডা ও অতিশী।

শরদ পওয়ারের সঙ্গে নানা বিষয়ে কথা বলেছেন অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান। আলোচনায় মূলত উঠে এসেছে বিরোধী ঐক্য নিয়েই, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার কলকাতায় গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন কেজরিওয়াল ও ভগবন্ত মান-সহ অন্যান্যরা। আবার বুধবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন তাঁরা। আর বৃহস্পতিবার দেখা করলেন শরদ পওয়ারের সঙ্গে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *